চাতক পাখির শেষ পরিনতি?
চাতক পাখির পরিনতি
বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক সুন্দর একটি পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম
জিজ্ঞেস করলে, তার পাখিটির দাম বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো লোকটি ।
বাদশাহ তার কাসে জানতে চাইলেন, পাখিটির এত বেশি দাম কেন? অথচ তার তো একটি পা নেই!
লোকটি বলতে লাগলো, জাঁহাপনা মার্জনা করবেন।
আমার কাসে যে পাখিটি আছে সেটা দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরণের পাখি। এর একটি
বিশেষত্ব আছে বিশেষত্ব হলো আমি যখন শিকারের জন্য যাই তখন আমি এই চাতক পাখিটিকেও সাথে করে নিয়ে যাই সেখানে।
আমার যে ফাদ পাতার কাজ আছে, সেখানে পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। আর এই পাখিটি
তখন আশ্চর্য জনক এমন এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে থাকে।
তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে আসে পাসে থাকা পাখিরা এসে জড়ো হয়। তখন আমি অন্য পাখিদের
একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় অন্য পাখিদের শিকার করতে এই পাখিটিই আমার শিকারের প্রধান ফাঁদ।

বাদশাহ তার কথা শুনে আবাক হলেন আর পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী অনেক চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে সেই পাখিটিকে জবাই করে ফেললেন।
শিকারী হতবাক হলেন তার পর তিনি জিজ্ঞেস করলো, জাঁহাপনা! আপনি অনেক দামে পাখিটিকে কিনে আবার
সেই পাখিটি এভাবে জবাই করে দিলেন?
চাতক পাখির শেষ পরিনতি
তখন বাদশাহ হারুনুর রশীদ তাকে একটা কথা বললেন, যে কিনা অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির
সাথে অনায়াসে এমন ভাবে গাদ্দারি করতে পারে সে কখনো ভাল হতে পারে না, তাই তার এই পরিণতিই হওয়া উচিত।
চাতক পাখির শেষ পরিনতি,চাতক পাখির ইতিহাস,চাতক পাখির কাহিনী,চাতক পাখির ছবি,চাতক পাখির
ওয়াজ,অচিন পাখি বাউল মিডিয়া,চাতকপাখি দেখতে কেমন,রিসালাত,নতুন
পালা,যাত্রাপালা,মহান বিচারপতি।


