ভালো স্কলারশিপ সুবিধা দেয় যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা অনেকের রয়েছে। তবে সঠিক তথ্য না থাকায় সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারছেন না অনেকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্কলারশিপের সুবিধা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিলেও তাদের রয়েছে নানা শর্ত। অর্থ্যাৎ যোগ্যতা থাকলেই আপনিও পেয়ে যেতে পারেন এসব বিশ্ববিদ্যালয়ে প্রায় শতভাগ স্কলারশিপ। হতে পারেন যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আমরা প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী হয়তো জানিও না যুক্তরাষ্ট্রের কোন কোন ইউনিভার্সিটি গুলো স্কলারশিপ দেয়! নিচের ইউনিভার্সিটি গুলো যোগ্যতার ভিত্তিতে সবাইকে স্কলারশিপ দিয়ে থাকে!
আর এই ইউনিভার্সিটিগুলোতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট পড়ে!
স্কলারশিপের জন্য এই ইউনিভার্সিটিগুলোতে দেখতে পারেন!
University of Oregon
University of Iowa
Kansas State University
University of Alabama
University of Pennsylvania
University of Wisconsin
University of Colorado
University of Nebraska
University of Missouri
University of Utah
University of Buffalo
University of Tennessee
University of Kentucky