NEWS
Trending

তুরস্ক কি মুসলিম দেশ

তুরস্ক কি মুসলিম দেশ

তুরস্ক কি এখনও একটি মুসলিম দেশ?

আপনাদের মত কি বলে । আর যদি হয়েও থাকে তাহলে

এটা কি এখনও পশ্চিমা সংস্কৃতি থেকে নিরাপদ ?

৯৬ শতাংশ মুসলিম দেশে আজান নিষিদ্ধ, কুরআন চর্চা করা নিষিদ্ধ, নারীদের হিজাব পরা নিষিদ্ধ এতাই চলে

তুরস্কে।

২০০০ সালে এরদোয়ান আনকারার মেয়র থাকাকালীন সময়ে

মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা কবিতা আবৃত্তি করার কারণে এরদোয়ান কে

জেলে যেতে হয়েছিল।

স্যাকুলারিটির জালে জড়িয়ে থাকা তুরস্ক আজ মুসলিম দেশে পরিনত হচ্ছে।

তুরস্কের জনসাধারণও বুঝতে পেরেছে।

তার ইউরোপের সাধারণ আট দশটা দেশের মতো নয়, তারা হলো উসমান (রাহঃ) উত্তরসূরী। তুরস্ক কি একটি মুসলিম দেশ।

গতবছর আয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তর করা হয়েছে।

তুরস্ক কি এখনও একটি মুসলিম দেশ
তুরস্ক কি এখনও একটি মুসলিম দেশ

এছাড়াও আরো অনেক

মসজিদ সহ অন্যান্য স্থাপনা

নির্মান করা হয়েছে তুরস্কে

গত ২৬ শে জুন ২০২১

সেন্ট্রাল ইস্তাম্বুলে

LGBT(Lesbian, gay, bisexual and transgender)সমর্থনকারীরা

প্রাইড মান্থ প্যারেড করতে

চাইলে তুর্কি পুলিশ তাদেরকে

বেধড়ক পেটানো পেটায়।

তুরস্ক কি এখনও একটি মুসলিম দেশ

উত্তাল পাকিস্তান প্রধানমন্ত্রীকে হামলার দায় ইমরান খানের

এছাড়াও তাদের সরাতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়

এসময় AFP এর সাংবাদিক সহ মোট ২০ জন সমকামী নারীবাদীদের কে গ্রেফতার করা হয় যেটা আগে কখনো দেখা যায় নি।

তুরষ্কে ইতিমধ্যে ফেমিনিজম ও এলজিবিটি ব্যান করা হয়েছে।

তুর্কি পুলিশের পক্ষ থেকে বলা হয় (This isn’t Canada, this is turkey ্‌্‌্‌্‌,under the rule of AKP)

এরদোগান আসার পর অনেক পরিবর্তন হয়েছে। তিনি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে তুরস্ক এখনো পুরোপুরি মুসলিম দেশ নয় ।

তুরস্ক , তুরস্ক দেশ সম্পর্কে , তুরস্ক দেশ , তুরস্ক দেশ কেমন , তুরস্ক পাকিস্তানসহ মুসলিম দেশ গুলোর নতুন জোট d-8 , কেমন দেশ তুরস্ক , তুর্কি , শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক , মুসলিম দেশ গুলোর নতুন সংগঠন d-8 , তুরস্ক ২০২৩ , মুসলিম বিশ্ব , তিন মুসলিম পরাক্রমশালী দেশ তুরস্ক , তুরস্কের ড্রোন , তুরস্কের সামরিক শক্তি , তুরস্কের শক্তি , পরাশক্তি তুরস্ক , তুরস্ক একমাত্র দেশ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে , তুরষ্ক- একটি ভন্ড মুসলিমদের দেশ , তুরস্কের সামরিক ঘাটি , তুর্কি দেশ , তুর্কী ড্রোন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button