EDUCATIONENTERTAINMENT
Trending

মেয়েদের সম্পর্কে অজানা কিছু মনস্তাত্বিক বিষয়

মেয়েদের মন সম্পর্কে কিছু আকর্ষনীয় মনস্তাত্বিক বিষয়।


সাইকোলজিক্যাল ফ্যাক্টস :


একজন মহিলা কোনো কথা বা বিষয় তার মনে গোপন রাখতে পারার গড় সময় বলা যায় মাত্র ৪৭ ঘন্টা ১৫ মিনিট যা প্রায় দুইদিন।

গড়ে নারীরা বছরে সব থেকে বেশি কাদে যা বলা যায় ৩০-৬০ বার কাঁদে, যেখানে পুরুষরা প্রায় ৬ বার কাঁদে মাত্র।

নারীরা স্বাভাবিকভাবেই পুরুষদের চেয়ে ভাল মিথ্যা কথা বলতে পারে।

মেয়েদের মন অজানা তথ্য

এছাড়াও তারা মিথ্যাও সনাক্ত করতে ভাল পারে, ভাল মিথ্যাবাদীরা অন্যের মিথ্যা কথা সনাক্ত করতে দক্ষ।

Read More: Best 10 Game in The World.

তাই যদি কোন মেয়ে আপনার কাছে কোন একটা বিষয় নিয়ে প্রশ্ন করে, তাহলে আপনার তাকে সত্যিটা বলাই ভাল।

সম্ভবত সে জিজ্ঞেস করছে এই জন্য যে, সে ইতিমধ্যেই উত্তর জানে আর হয়তোবা সে আপনাকে পরীক্ষা করতে চাচ্ছে।

মেয়েদের মন rashmika mandanna

মেয়েদের সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আপনার মনে রাখলে তারা নিজেদের কে স্পেশাল অনুভব করে। যেমন তাদের বলা

কোনো কথা বা এমন কোন জিনিস যা তার খুব প্রিয় বা তার কোনো ড্রেস এর কথা সুযোগ পেলেই তাদের মনে করিয়ে দিন।

মেয়েরা জন্মগতভাবেই অধিকার সূচক হয়ে থাকে নিজের জিনিস নিজের কাছে রাখতেই পছন্দ করে এবং

আপনাকে অন্যকারো সাথে কথা বলতে দেখলেও তারা ঈর্ষান্বিত হয়।

আপনি নিজের সব ভয়, সমস্যা, ভিতরের অনুভূতির কথা সামনা সামনি বললে সেটা মেয়েরা তা পছন্দ করে।

এতে তারা নিজেকে আপনার কাছে কত গুরুত্বপূর্ণ বলে মনে করে সেটা তার চেহারা দেখলেই বুঝতে পারবেন।

আপনার গম্ভীর বলিষ্ঠ গলার স্বর মেয়েরা নিজেদের কাছে সঙ্গীতের মত করে শোনায়।

মেয়েরা বিশেষ কারণ ছাড়া কোনো ধরনের পোস্ট বা স্ট্যাটাস শেয়ার করে না, এর পেছনে সবসময়ই কোনো না কোন কারণ থাকে।

বন্ধু বা পরিবারকে তাদের সম্পর্কে কোন বিষয় জানালে তারা খুবই খুশি হয়।

মেয়েরা এটা বেশি পছন্দ করে যে, যখন আপনি আপনার জীবনে তাদের সম্পর্কে গুরুত্ব ব্যাখ্যা করেন।

তারা হয়তো আপনার কিছু পয়েন্ট অস্বীকার করছে, কিন্তু মেয়েরা লজ্জা বোধ করে অথবা নিজের ভেতর থেকে খুব বেশি খুশি বোধ করে।

মেয়েদের মন

মেয়েরা গোপনে গোপনে আপনি প্রথমে টেক্সট করবেন সেটার জন্য অপেক্ষা করে।

কোন নারীই দুর্বল পুরুষের সাথে বেশি সময় থাকতে চায় না, মেয়েরা মাঝে মাঝে আধিপত্যই বেশি পছন্দ করে।

আর যখন মেয়েরা মন থেকে বলে “আমি তোমাকে ভালবাসি”, তারা এটা আসলেই বোঝায়।

মেয়েরা জানে তাদের কেমন দেখায় তবুও তারা তা জিজ্ঞাসা করে কারণ মেয়েরা নিজের প্রশংসা অন্য কারোর কাছ থেকে শুনতে বেশি ভালোবাসে।

মেয়েরা এমন পুরুষের উপর সহজে হাল ছেড়ে দেয় না যাকে মেয়েরা খুব বেশি ভালোবাসে, কিন্তু একবার মেয়েদের অনুভূতি যদি শেষ হয়ে যায় , আপনি যাই করুনই না কেন, মেয়েরা আর কিন্তু সহজে ফিরে আসে না।

তুরস্ক কি মুসলিম দেশ

মেয়েরা খারাপ ছেলের সাথে বেশি থাকতে চায় না। নারীরা যা চায় তা হচ্ছে একজন চমৎকার লোকের সাথে থাকা, যে আত্মবিশ্বাসী এবং একজন নেতৃত্ববান লোক।

যে তাকে ভালবাসবে আর সীমা লঙ্ঘন করবেনা না , নিজেকে সম্মান করে আর তাকেও করবে।

যখনই মেয়েরা তাদের পোস্টের নোটিফিকেশনে আপনার নাম দেখে তখন তাদের হৃদয় আনন্দে লাফিয়ে উঠে।

মেয়েদের মন rashmika mandanna

মনোবিজ্ঞানীরা এই বিষয় নির্ধারণ করেছেন যে, একজন মহিলা একজন অপরিচিত ব্যক্তিকে মূল্যায়ন করতে কত সময় নেয়। তারা মাত্র ৪৫ সেকেন্ড সময় নেয়।

এর মধ্যে ১০ সেকেন্ড এটি ফিগারের সামগ্রিক বিষয়ের ছাপ তাদের মনে তৈরি করে, ৮ সেকেন্ড চোখের দিকে তাআক্যে দেখে , ৭ সেকেন্ড ঠোঁট এবং চিবুকের দিকে ১০ সেকেন্ড তাকায় , ৫ সেকেন্ড তাকায় কাঁধের দিকে ।

আর শেষ ৫ টা বিয়ের আংটির দিকে তাকিয়ে লক্ষ করে যদি তা থাকে।

মেয়েরা যখন আপনার প্রতি পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলে তখন তারা নিজেদের খুবই ব্যস্ত থাকার ভান করে।

পুরুষদের তুলনায় মহিলাদের ডিপ্রেশন বা বিষণ্ণতার প্রবণতা বেশিই দেখা যায় ।

মেয়েরা সবসময় আপনার উপর নির্ভরশীল থাকতে পছন্দ করেনা , কারন তারা আপনাকে অর্থনৈতিক ও মানসিকভাবে সাহায্য করতেই বেশি পছন্দ করে।

যখন কোন মহিলা আপনার প্রতি আর হতাশ এবং রাগান্বিত হয় না, তখন আপনি প্রায় নিজের থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে, সে আপনাকে নিয়ে কোনো পরোয়াই করে না।

উচ্চতর আইকিউ সম্পন্ন অর্থাৎ বুদ্ধিমতি মহিলাদের সঙ্গী খুঁজে পেতে একটু বেশি কষ্ট হয়।

ছেলেরা যেমন মেয়েদের দিকে ঘুরে ঘুরে তাকায়, মেয়েরাও ছেলেদের দিকে তেমনি তাকায়। হয়তো আরো বেশি পারে ।

7 Comments

  1. Hello guys! Good article HOME – Edusupport World

    мега официальный сайт – топовый сервис по продаже товаров особого применения. Наиболее привлектальным для клиента можно отметить моментальные заказы, а так же доступность. После оплаты заказа, вы сразу же сможете забрать товар – не нужно ничего ждать. На сайт MEGA shop возможно свободно попасть, если знаешь рабочее зеркало – сайт доступен как через Tor, так и из обычного браузера. Этот ресурс является шлюзом направляющим на официальный сайт мега магазин мега площадка даркнет сайт мега даркнет как зайти на mega купит
    mega купить

  2. HOME – Edusupport World

    Что такое мегасб!? Беспрепятственно развивающаяся торговая площадка даркнета. Те, кто хоть миг в своей жизни был по ту сторону интернета знают, насколько безграничен мир всемирной паутины. По сути это тот же самый интернет к которому мы привыкли, только еще лучше — здесь не действуют контроль и модерация. Здесь, в подпольном интеренте очень много различных сервисов плохих и хороших, качественных и нет. Каждый выбирает себе то, что ему по душе. А ты переходи в мир безгроничного постоянного блаженства – переходи на МЕГА!

    mega darknet зеркала

  3. Данный проект гидра маркет гидра onбыл создан для предоставления широчайшего спектра услуг и товаров, позволяя оставаться анонимным, как для продавцов проекта hydra сайт, так для и поситителей действующего ресурса. Отдельного уважения заслуживает гарант сервис – все покупки автоматически подпадают под защиту сервиса, и если появляется спорная ситуация с селлером, вы её уладите в присутствии администрации. Прямая официальная ссылка на гидра сайт гидра-маркет. гидра tor

  4. МЕГА – фаворит среди теневых площадок. Это маркетплейс различных товаров определенной тематики. Площадка сайт мега работает с 2020 года и на сегодняшний день активно развивается и уже ни раз доказал свою надежность. При помощи данного ресурса, возможно анонимно приобрести желаемый товар, в любом городе России и СНГ. Что на самом деле представляет из себя система мгновенных покупок, которую предлагает нам МЕГА? Прежде всего, это способ купить важный для клиента продукт, не дожидаясь,ожидая подтверждения транзакции в блокчейне, так как оплата может быть выполнена в QIWI и BTC. Это довольно просто для тех, кто ценит своё время. Переходи по прямой ссылке МЕГА и погрузись в мир новых ощущений.

    мега зеркало

  5. alis generic online 67, 148, 177 Interestingly, in bladder cancer cells, TGFОІ1, a potent EMT inducer, reduces the expression of the epithelial marker E cadherin and increases expression of both SOX2 and NANOG to promote cell stemness, suggesting that EMT process is not only associated with tumor invasion, but also links to the initiation of SOX2 mediated stemness, and gain of epithelial stem cell properties

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button